Starting Odoo . What is odoo? why should we use odoo? part 1

হ্যালো Made by God জনগন ! 
চলেন বাংলায় Odoo শিখি । শিখার আগে একটু জেনে নেই Odoo কি ? এইটা খাবো নাকি মাথায় দিবো ? 

Odoo is a suite of business management software tools including, for example, CRM, e-commerce, billing, accounting, manufacturing, warehouse, project management, and inventory management. 


এই লাইনটা Wikipedia থেকে কপি করে আনা। আমি বাংলায় আরো একটু লিখি। 

Odoo হচ্ছে একটা Software Tool যেটা দিয়ে আপনি সম্পূর্ন একটি বিজনেস সলিউশন রেডি করতে পারবেন । মনে করেন আপনার একটা কম্পানি আছে । এখন এই কম্পানি মেইন্টেইন করার জন্যে আপনার একটা Software লাগবে যেটা দিয়ে আপনি আপনার employee, sales, billing, finance সহ অনেক কিছু ম্যানেজ করা লাগবে । এখন এমনই একটা Full Business management  Software বানাতে পারবেন Odoo দিয়ে । Odoo আপনাকে এইসব কিছুর সুবিধা দিবে। 
Finance, Sales, Websites, Inventory & MRP, HR, Marketing, Services, Productivity,POS সহ যেকোন বিজনেস সলিউশন ডেভেলপ করতে পারবেন Odoo দিয়ে ।




তারপরেও যদি না বুঝেন Why Odoo ?



চলেন এবার একটু Odoo টেস্ট করে আসি। Odoo খাইতে কেমন লাগে এটা তো দেখা লাগবে নাকি ? 😜
স্টেপ বাই স্টেপ আগাবো এই জায়গায় । তাইলে সুবিধা হবে। 

1. প্রথমে Odoo এর অফিশিয়াল Website এ চলে যাই । https://www.odoo.com/





Odoo এর অফিশিয়াল Website এ যাওয়ার পরে  এমন একটা কিউট চেহারা দেখতে পারবেন । তারপর Try it free   বাটনে ক্লিক করেন। 


2. তারপর আপনাকে কিছু Apps Choose করতে বলবে। এখানে আপনি বিজনেস রিলেটেড অনেকগুলা Apps দেখতে পারবেন। 



এখান থেকে আপনি আপনার ইচ্ছামত যেকোন apps সিলেক্ট করতে পারবেন ।চাইলে  সব গুলাও সিলেক্ট করতে পারেন 😆

আমরা ৩/৪ টা apps সিলেক্ট করে আগাই। পরে দরকার পরলে আরো এড করতে পারবো। ঝামেলা নাই 



আমি CRM,Sales,Invoicing,Inventory এই চারটা সিলেক্ট করে এখন Continue বাটনে গুতা দিবো। 

3. তারপরের পেইজে আপনি আপনার সকল ডিটেইলস দিয়ে দিবেন। 




এখানে কম্পানির নাম যেটা দিবেন সে নামে একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে সেখানে আপনার apps গুলা রান হবে। আমি কম্পানির নাম nothing দিয়েছি। দেখেন nothing.odoo.com নামে একটা সাবডোমেইন দেখাচ্ছে নিচে। এটা আপনি চাইলে ইডিটও করতে পারবেন। পাশের পেন্সিল বাটনে ক্লিক করলেই Edit করা যাবে।  
so, এতো কথা বলতে পারবো না। আপনারা Smart Enough এইসব জিনিস বুঝার জন্যে। আমরা Start Now  বাটনে ক্লিক করে সামনের দিকে আগাই । তারপরের পেইজে আপনাকে Thanks দিবে , আরো কিছু লেখা দেখতে পারবেন । তারপরেই আপনার সিলেক্ট করা apps গুলা দেখতে পারবেন। 


উপরে দেখেন একটা Warning দিচ্ছে। আপনি যে ইমেইল দিছিলেন সেটা একটিভ না করলে আপনার ডাটাবেজ ৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবে। আর এখন আপাতত এইগুলা  ফ্রিতে ১৪ দিন মেবি ইউজ করতে পারবেন। 
Apps এ ক্লিক করলে আরো apps চাইলে আপনি install করে নিতে পারবেন। CRM, Sales, Inventory, Invoicing এইসব গুলা এখন খালি। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি ডাটা ইনপুট দিতে পারেন । আমরা যেহেতু একটা যাস্ট টেস্ট করতেছি এতো ঝামেলায় যাবো না । ডাটা এন্ট্রির কাজ করতে চাই না । 

4. আমরা আপাতত settings ঘাটাঘাটি করে আসি।
Settings বাটনে একটা গুতা দেই চলেন। 


Then, You will see something like this. এখানে অনেক settings আছে । এগুলা একটা একটা পড়ে নিতে পারেন । না পড়লে আপনার লস। 

5. এই পেইজের একদম নিচে আসেন । Developer Tools section এ ।





Click On "
Active The developer mode " .  তারপর আপনাকে আমার মেইন পেইজে নিয়ে যাবে । সেখান থেকে আবার settings বাটনে ক্লিক করেন। 

তারপর Developer Tools সেকশনে দেখেন  Load demo data  আছে ।





 Load demo data ক্লিক করেন । তারপর আপনাকে একটা warning দিবে। আপনি এই ডেমো ডাটা গুলো রিমুভ করতে পারবেন না । এগুলা যাস্ট টেস্ট করার জন্যে দেওয়া হয়েছে । 
Yes, I understand the Risks বাটনে ক্লিক করেন ।  
তারপর আপনাকে আবার মেইন পেইজে নিয়ে আসবে।

 
 এবার CRM বা Sales বা Inventory তে ক্লিক করলেই ডেমো ডাটা দেখতে পারবেন কিছু । আর আপনার যদি আরো apps এর প্রোয়োজন হয় তাহলে Apps এ ক্লিক করলেই আরো apps পেয়ে যাবেন আর সেগুলা ইন্সটল করে ব্যাবহার করতে পারবনে।




এখান থেকে আপনি চাইলে website, ecommerce সহ যেকোন apps ইন্সটল করে টেস্ট করতে পারবেন । 

আশা করি এতোটুকু বুঝা গেছে । নেক্সট পোস্টে Odoo ডেভেলপমেন্ট এনভাইরোমেন্ট সেটাপ করার ফুল প্রসেস দেখবো আমরা ।কিভাবে আমরা আমাদের লোকাল পিসিতে odoo setup করে কাজ করবো সেসব নিয়ে লিখবো । 



Comments